ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজীপুরে ৪০ লাখ টাকা ছিনতাই

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে ৪০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ওয়াসীফ নীট কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক কারখানার ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে।

মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাই হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন জানান, কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা রামকৃষ্ণ সাধু ও জুনিয়র সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বোর্ড বাজারের ইসলামী ব্যাংক থেকে কোম্পানির ৩৯ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো একটি ব্যাগে ভরে প্রাইভেটকারে করে তারা কারখানায় ফিরছিলেন। বিকেল ৩টার দিকে বাসন সড়ক এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী এসে প্রাইভেটকারের গতিরোধ করেন। এ সময় ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে প্রাইভেটকারের জানালার গ্লাস ভেঙে অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানির ৩৯ লাখ ৯০ হাজার টাকার ব্যাগ, খালেদ সাইফুল্লার ব্যক্তিগত ১২ হাজার ৫০০ টাকা, দুইটি মোবাইল ফোন সেট ও একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান।

ছিনতাইকারীদের হামলায় প্রাইভেটকারের চালক সুজন মিয়া আহত হয়েছেন। তাকে স্থানীয় তায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে।



রাইজিংবিডি/গাজীপুর/১১ জুলাই ২০১৭/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়