ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জেলাজুড়ে পুলিশের তথ্য/অভিযোগ বক্স স্থাপন

কুমার শুভ রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলাজুড়ে পুলিশের তথ্য/অভিযোগ বক্স স্থাপন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ তথ্য/অভিযোগ বক্স স্থাপন করেছে।

রোববার দুপুরে পিরোজপুর শহরের বড় মসজিদ মোড়ে বক্স স্থাপনের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন।

এ সময় পুলিশ সুপার জানান, বরিশাল বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলামের নিদের্শনায় পিরোজপুরের বিভিন্ন স্থানে তথ্য/অভিযোগ বক্স স্থাপন করছে জেলা পুলিশ। প্রাথমিকভাবে জেলা সদরসহ জেলার বিভিন্ন পৌর এলাকায় ১৫টি বক্স স্থাপন করা হবে। প্রতিদিন সকালে এ বক্স খুলে তথ্য ও অভিযোগসমূহ যাচাই-বাচাই করা হবে। এতে জেলার আইনশৃঙ্খলার আরো উন্নতি হবে এবং জনগণ পুলিশ থেকে সহজে সেবা পেতে পারবে।

বক্সে তথ্য বা অভিযোগ সুনির্দিষ্ট ও সঠিকভাবে দেওয়ার জন্য এবং ইচ্ছাকৃত কোনো ব্যক্তিকে হয়রানি না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল আহসান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস প্রমুখ।



রাইজিংবিডি/পিরোজপুর/১০ সেপ্টেম্বর ২০১৭/কুমার শুভ রায়/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়