ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিয়ালে আরও ৫ বছর ইসকো

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৩, ১৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়ালে আরও ৫ বছর ইসকো

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের মাঝমাঠে তার উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ। তাই স্প্যানিশ তারকা ইসকোর সঙ্গে আরও পাচঁ বছরের চুক্তি বাড়িয়েছে রিয়াল। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে দেখা যাবে স্প্যানিশ এ মিডফিল্ডারকে।

নতুন চুক্তিতে প্রতি মৌসুমে ৬০ লাখ ইউরো পাবেন ইসকো। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গনমাধ্যমাগুলো। ২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের রিলিজ ক্লজ ধরা হয়েছে ৭০ কোটি ইউরো।

ইসকোকে পেতে আগ্রহী ছিল রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখসহ অনেক দল। এবার রিয়ালের সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ বছর ছিল।

নতুন মৌসুমেও ইসকোকে বেশ গুরুত্ব দিচ্ছেন রিয়াল কোচ জিদান। রিয়ালের সবগুলো ম্যাচেই ছিলেন তিনি। লা লিগায় দলের এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবকটিতেই খেলেছেন তিনি। ছিলেন বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ম্যাচেও।

জাতীয় দল স্পেনের হয়েও দারুণ ফর্মে আছেন ইসকো। সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে ইতালি ও লিখটেনস্টাইনের বিপক্ষে জয়ে ৩টি গোল করেন তিনি।

২০১৩ সালে মালাগা থেকে রিয়ালে নাম লেখানোর পর চার বছরে দলটির হয়ে ১০টি বড় শিরোপা জিতেছেন ইসকো।



রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়