ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : বার বার বিদ্যুতের মূল্যবৃদ্ধির কঠোর সমালোচনা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ।

শনিবার দুপরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করার দাবিতে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ আহ্বান জানান।

বক্তারা বলেন, বিদ্যুতের অপরিহার্যতাকে পুঁজি করে জনগণকে জিম্মি করে ফেলা হয়েছে। তাই বার বার বিদ্যুতের দাম বাড়ানোর ঘটনা ঘটছে।

তারা বলেন, এত দ্রুত আটবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘটনা গিনেজ বুকেও খুঁজে পাওয়া যাবে না। চাল-আটার মূল্যবৃদ্ধির ফলে এমনিতেই নিম্নবিত্ত-মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠেছে। এই পরিস্থিতিতে যদি বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঘটে তা হবে মড়ার উপর খাঁড়ার ঘা।

বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা আহমেদ সুজার সভাপতিত্বে মানববন্ধনে দলের মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ সেপ্টেম্বর ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়