ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিটিআরসির কাছে ব্লু হোয়েলের তথ্য না থাকা দুঃখজনক’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিটিআরসির কাছে ব্লু হোয়েলের তথ্য না থাকা দুঃখজনক’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন সংস্থার (বিটিআরসি) কাছে ব্লু হোয়েলের তথ্য না থাকা দুঃখজনক উল্লেখ করে এটিকে বিটিআরসির অদক্ষতা ও অযোগ্যতার শামিল বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বুধবার মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ এক বিবৃতিতে এ কথা বলেন।

মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে ব্লু হোয়েল গেম নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এক তরুনীর আত্মহত্যার জন্য দায়ী করা হচ্ছে এই গেমটিকে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিটিআরসিকে এই গেম সম্পর্কে তদন্ত করার জন্য বলেছেন। বিটিআরসি বিষয়টি আমলে নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে ২৮৭২ নাম্বারে ফোন করে তথ্য প্রদান করার অনুরোধ করেছে। এই ধরনের তথ্য জনগনের কাছ থেকে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করাকে আমরা বিটিআরসির অদ্যক্ষতা ও অযোগ্যতার শামিল বলে মনে করি।’

গ্রাহকদের নিরাপত্তা, সেবা ও জনসচেতনতা তৈরির জন্য আজ পর্যন্ত বিটিআরসির কোন ধরনের উদ্যোগ লক্ষ্য করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘বিটিআরসি দিনে দিনে সেবামূলক প্রতিষ্ঠান থেকে সরে গিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা আশঙ্কা করছি যে, বর্তমানে ব্লু হোয়েল গেম সম্পর্কে যেভাবে হইচই শুরু হয়েছে তাতে করে আবার না উল্টো বিপত্তি বাঁধে। তাই বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে আহ্বান জানাচ্ছি।’



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/ইয়ামিন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়