ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কোচিং ও শিক্ষা বাণিজ্য বন্ধের দাবি

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোচিং ও শিক্ষা বাণিজ্য বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : সর্বজনীন শিক্ষা নিশ্চিতকরণে কোচিং ও শিক্ষা বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, সহ-সভাপতি মানবাধিকার নেতা নিয়ামুল কবীর সজল, স্বাধীন চৌধুরী, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্যে নাসরিন সুলতানা বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থা বাণিজ্যিকীকরণ হয়ে গেছে। 

শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের কারণ হিসেবে বলা হয়, শিক্ষা বাণিজ্যের প্রাতিষ্ঠানিকীকরণ তথা গাইড বই বাণিজ্য, কোচিং বাণিজ্য, নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যক্তি মালিকানায় বিদ্যালয়ভিত্তিক বাণিজ্য, লাগামহীন শিক্ষা খরচ, অভিভাবকদের গোল্ডেন প্লাস প্রীতি, অসুস্থ প্রতিযোগিতা, মানসিক অস্থিরতা এবং নিজের ইচ্ছা সন্তানের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দায়ী।

তারা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারকে যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।



রাইজিংবিডি/ময়মনসিংহ/৩ ফেব্রুয়ারি ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়