ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লা লিগায় জয়ে ফিরল রিয়াল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৬, ১৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লা লিগায় জয়ে ফিরল রিয়াল

ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা লিগায় শেষ দুই ম্যাচে জয় বঞ্চিত ছিল রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে ড্রয়ের পর সবশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরেছিল দলটি। তবে রিয়াল বেতিসের বিপক্ষে গতকাল রাতে শেষ মুহুর্তের রোমাঞ্চকর গোলে জয় পায় লস ব্লাঙ্কোসরা।

এস্তাদিও বেনিতো ভিল্লামারিনে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানায় রিয়াল বেতিস। ওই ম্যাচে লুকা মডরিচের শুরুর গোলে এগিয়ে ছিল রিয়াল। বিরতির পর স্বাগতিকরা সমতায় ফেরার পর হতাশ হতে হয় সান্তিয়াগো সোলারির দলকে। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে দানি সেবাইয়োস গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

এর মধ্য দিয়ে চলতি বছরে লা লিগায় প্রথম জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। যদিও গত বুধবার কোপা দেল’রেতে শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল দলটি।

লিগে জয়ে ফিরতে মরিয়া রিয়াল ম্যাচের ১৩ মিনিটে প্রথম এগিয়ে যায়। দানি কারভাহালের শট এক জনের পায়ে লেগে বল মডরিচের কাছে যায়। ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন ২০১৮ সালের ফিফা বর্ষসেরার পুরস্কার ও ব্যালন ডি’অর জয়ী ক্রোয়াট এ তারকা।



বিশ্রাম শেষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বেতিস। ফলে ম্যাচের ৬৭তম মিনিটে সাফল্য পায় দলটি। এ সময় সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ডান পায়ের টোকায় রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে বোকা বানান স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও কানালেস।

তবে ভাগ্য সুপ্রসন্ন থাকায় জয়সূচক গোলের দেখা পায় রিয়াল। ম্যাচের ৮৮তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সেবাইয়োস।

এ জয়ে ১৯ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে তাদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বার্সেলোনা।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়