ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এইচএসসি পাস করে তিনি মেডিসিন বিশেষজ্ঞ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এইচএসসি পাস করে তিনি মেডিসিন বিশেষজ্ঞ

জ্যেষ্ঠ প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাসপাতালে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ থেকে জানানো হয়, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার সানার পাড় এলাকায় ‘হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ এ রোগী দেখার সময় ভুয়া চিকিৎসক মো. তানভীর আহমেদ সরকার ও ক্লিনিকের ম্যানেজার আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। তানভীর দীর্ঘ দিন ধরে নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে এই হাসপাতালে নিয়মিত রোগী দেখে আসছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, র‌্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তানভীর আহমেদের কাছে সনদ দেখতে চাইলে তিনি সনদ দেখাতে পারেননি। তিনি ২০০১ সালে বিজ্ঞান বিভাগ থেকে SSC ও ২০০৯ সালে কারিগরী শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিভাগ থেকে HSC পাস করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখা শুরু করেন। তাকে দুই বছরের সাজা দেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়