ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৬, ১৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রথম ম্যাচেই সেরাটা জানান দিয়েছিলেন মুশফিকুর রহিম। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দলের প্রথম জয়ে ৭৫ রানের অপ্রতিরোধ্য এক ইনিংস খেলেছেন তিনি। আজ দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে পেয়েছেন সেঞ্চুরির দেখা।

বিকেএসপির ৪ নম্বর মাঠে ডিপিএলের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শেখ জামালের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের সময় ব্যক্তিগত ০ রানে সাজঘরে ফেরেন দলটির ওপেনার হাসানুজ্জামান। এরপর দলীয় ১৩ রানের সময় আউট হয়ে ফেরেন আরেক ওপেনার আবু সায়েম।

তবে শুরুর ধাক্কা সামাল দিয়ে ওয়ানডাউনে নামা নাঈম ইসলাম জুনিয়রকে নিয়ে দলকে টানছেন দলপতি মুশফিকুর রহিম। দারুণ ব্যাটিং প্রদর্শনীতে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ১১৫ বল মোকাবেলা করে সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। সেঞ্চুরি হাঁকানোর পথে ১টি ছক্কা ও ৮টি চার মারেন বাংলাদেশ জাতীয় দলের এ টেস্ট অধিনায়ক। শেষপর্যন্ত ১৩৪ রানের ইনিংস খেলে আব্দুর রাজ্জাকের বলে রাসেল আল মামুনের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন মুশফিক।

 

ডিপিএলের চলতি আসরে তৃতীয় সেঞ্চুরিটি করেন মুশফিক। খেলাঘরের বিপক্ষে আবাহনীর হয়ে প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন মোসাদ্দেক। এরপর মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সেঞ্চুরি হাঁকান নাসির হোসেন।




রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়