ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অমিতের সেঞ্চুরি, আল-আমিনের পাঁচ উইকেট

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অমিতের সেঞ্চুরি, আল-আমিনের পাঁচ উইকেট

আগের ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন আল-আমিন, আজ তিনি বল হাতে নিলেন পাঁচ উইকেট। ছবি: আব্দুল্লাহ আল মামুন

ক্রীড়া প্রতিবেদক : প্রথম দুই ম্যাচে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে আজ তৃতীয় ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করলেন অমিত মজুমদার।

বিকেএসপির চার নম্বর মাঠে অমিতের সেঞ্চুরিতে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্সকে ২৮৯ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে খেলাঘর। চারে নেমে ৮৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অমিত।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। ৫১ বলে ৬ ছক্কা ও ২ চারে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের বড় সংগ্রহে অবদান রাখেন নাজমুস সাদাত।



আগের ম্যাচে দারুণ সেঞ্চুরি করা আল-আমিন আজ বল হাতে জাদু দেখিয়েছেন। ফতুল্লায় তার দারুণ বোলিংয়ে বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে মোহামেডান অলআউট হয়েছে ১৪২ রানে, ৩৬.১ ওভারে।

মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান আগের ম্যাচে দেড়শ করা তামিম ইকবালের। ৬ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন আল-আমিন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এবার নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন এই অফ স্পিনার। ২৬ রানে ২ উইকেট নিয়েছেন পেসার আল-আমিন হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়