ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকা লিগে মনির হোসেনের হ্যাটট্রিক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা লিগে মনির হোসেনের হ্যাটট্রিক

মনির হোসেন

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মনির হোসেন। শনিবার বিকেএসপির-৪ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ইনিংসের শেষ দিকে হ্যাটট্রিক করেন তিনি। পাশাপাশি প্রথমবারের মতো লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ উইকেটের স্বাদ পান বাঁহাতি এ স্পিনার। ৩৮ রানে ৫ উইকেট নেন মনির হোসেন।

২৪তম ওভারে অলোক কাপালিকে আউট করে প্রথম উইকেটের স্বাদ পান মনির হোসেন। হাওয়ায় ভাসানো বল এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পড হন ব্রাদার্সের অধিনায়ক। ৪৩তম ওভারে ভিক্টোরিয়াকে বড় সাফল্য এনে দেন মনির হোসেন। ভারতীয় ক্রিকেটার মানভিন্দর বিসলাকে আউট করেন। লং অনের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে মাহবুবুল করিমের হাতে ক্যাচ দেন ৭৮ রান করা বিসলা।

মনিরের করা ৪৮তম ওভারের পঞ্চম বলে সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউ হন ধীমান ঘোষ। পরের বলেই ব্যাকওয়ার্ড ডিফেন্স করতে গিয়ে সরাসরি বোল্ড হন নিহাদ-উজ-জামান। ইনিংসের শেষ ওভার করতে এসে প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মনির। ইফতেখার সাজ্জাদ রনি লং অনে ক্যাচ দেন আরাফাত সানী জুনিয়রের হাতে।

এবারের লিগে এটিই প্রথম হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেও লাভ হয়নি মনির হোসেনের দল ভিক্টোরিয়ার। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভিক্টোরিয়া ব্রাদার্সের কাছে হেরেছে মাত্র ১ রানে।      

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়