ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ওয়ালটন ডিপিএলে শনিবার মুখোমুখি আবাহনী-মোহামেডান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন ডিপিএলে শনিবার মুখোমুখি আবাহনী-মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শনিবার মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সকাল ৯টায় বিকেএসপির-৩ নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে।

শুধু মোহামেডান-আবাহনী না আগামীকাল মাঠে নামবে আরও চার দল। বিকেএসপির-৪ নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

সুপার লিগের প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছিল আবাহনী-মোহামেডান দুই দল।  এবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। প্রথম পর্বের মুখোমুখিতে আবাহনী মোহামেডানকে হারিয়েছিল ২৭ রানের ব্যবধানে। এবার প্রতিশোধ নেয়ার পালার মোহামেডানের। শেষ মুখোমুখিতে দুই দলের লড়াই উত্তেজনা ছড়িয়েছিল বিকেএসপিতে।  ৭০৫ রান করেছিল দুই দল। হয়েছিল তিনটি সেঞ্চুরি। সর্বোচ্চ ১৯০ রান করেছিলেন রকিবুল হাসান।  এবারও একই লড়াইয়ের প্রত্যাশায় ক্রিকেট প্রেমিরা।

বিকেএসপির আরেক মাঠে হবে ‘প্রাইম’ ডার্বি। সুপার লিগের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বর জয় পেলেও পরাজয়ের তিক্ত স্বাদ পায় প্রাইম ব্যাংক। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে হলে  আগামীকাল জয় পেতেই হবে ঢাকা প্রিমিয়ার লিগের প্রাক্তন চ্যাম্পিয়নদের।

এদিকে প্রথম পর্বে ৯ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার লিগ নিশ্চিত করা গাজী গ্রুপ প্রথম ম্যাচে হেরেছিল বড় ব্যবধানে। লিগে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি শিরোপা প্রত্যাশীরা।  আগামীকাল শেখ জামালের বিপক্ষে জয় তুলে নেয়ার সূবর্ণ সুযোগ তাদের। 



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়