ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মোহামেডানকে গুঁড়িয়ে আবাহনীর জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোহামেডানকে গুঁড়িয়ে আবাহনীর জয়

২২ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন লিটন দাস (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : অসাধারণ বোলিংয়ে মোহামেডানকে ১০০ রানে গুটিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মানান শর্মা ও সাকলাইন সজীব। ঝোড়ো ব্যাটিংয়ে বাকি কাজটা সারলেন লিটন দাস।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডে মোহামেডানকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। সুপার লিগে এটি আবাহনীর টানা দ্বিতীয় জয়। জয় দিয়ে শুরু করা মোহামেডান হারল প্রথমবার।

প্রথম পর্বে আবাহনী-মোহামেডান ম্যাচটা কী উত্তেজনাই না ছড়িয়েছিল। আবাহনীর ৩৬৬ রানের জবাবে রকিবুল হাসানের ১৯০ রানের দুর্দান্ত ইনিংসে মোহামেডান করেছিল ৩৩৯। আজ সুপার লিগে সেই আবাহনীর বিপক্ষে মোহামেডান প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারল না, স্রেফ উড়ে গেল।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নামা মোহামেডানের শুরুটা মন্দ ছিল না। শামসুর রহমান ও সৈকত আলী উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৩২ রান। কিন্তু এ জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মোহামেডানের ব্যাটিং লাইনআপ।

বিনা উইকেটে ৩২ থেকে দ্রুতই মোহামেডানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪২, ১০ রানেই নেই ৫ উইকেট! পঞ্চম উইকেটে তাইজুল ইসলাম ও নাজমুল হোসেন মিলন ৩০ রানের জুটি গড়লেও ২৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে মোহামেডান অলআউট হয়ে যায় ১০০-তে, ৩৩.৪ ওভারে। ইনিংস সর্বোচ্চ ২৩ রান শামসুরের।

মূলত আবাহনীর দুই বাঁহাতি স্পিনার মানান ও সজীবই গুঁড়িয়ে দিয়েছেন মোহামেডানকে। ভারতীয় স্পিনার মানান ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। ২৪ রানে ৩ উইকেট সজীবের। ডানহাতি পেসার আবু জায়েদ রাহি নিয়েছেন ২ উইকেট। অপর উইকেটটি আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের।

ছোট লক্ষ্য তাড়ায় ঝড় তোলেন দারুণ ফর্মে থাকা লিটন দাস। ডানহাতি ওপেনার মাত্র ২১ বলে তুলে নেন ফিফটি। পরের বলেই অবশ্য আউট হয়ে ফেরেন। ২২ বলে ৫ ছক্কা ও ৪ চারে ঠিক ৫০ করেন লিটন।

৬১ রানের উদ্বোধনী জুটির পর ৮০ থেকে ৯২, ১২ রানে ৪ উইকেট হারিয়েছিল আবাহনী। তবে জয় পেতে সমস্যা হয়নি, আবাহনী ম্যাচ জিতেছে ২০৭ বল বাকি থাকতেই। ২৪ রানে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকলাইন সজীব।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়