ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রথম দিনেই অনুপস্থিত দেড় লাখ শিক্ষার্থী

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম দিনেই অনুপস্থিত দেড় লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ১ লাখ ১০ হাজার ১৭ জন শিক্ষার্থী। এবতেদায়ি পরীক্ষায় ৪২ হাজার ২৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

 

রোববার সারা দেশে শুরু হয় এ পরীক্ষা। প্রথম দিন ইংরেজি পরীক্ষা হয়। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ পরীক্ষা হয়। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ২০ মিনিট সময় বেশি রাখা হয়।

 

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, এবার আমরা এমনভাবে প্রশ্ন সংরক্ষণ করেছি যাতে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো আশঙ্কা নেই।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৬/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়