ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরিশ্রমের পুরস্কার পেল ৯৯ কর পরিদর্শক

এম এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৯, ২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিশ্রমের পুরস্কার পেল ৯৯ কর পরিদর্শক

অর্থনৈতিক প্রতিবেদক : দেশব্যাপী আয়কর মেলা, আয়কর সপ্তাহ ও আয়কর দিবসকে সাফল্যমণ্ডিত করার পুরস্কার হিসেবে ৯৯ জন কর পরিদর্শককে পদোন্নতি দিয়েছে  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

ভালো কাজের স্বীকৃতি ও কর সেবা বাড়ানোর প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার তাদের পদোন্নতি দেওয়া হয়। ৯৯ জন কর পরিদর্শককে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সহকারী কর কমিশনার করা হয়েছে।

 

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘দেশব্যাপী আয়কর মেলা, আয়কর সপ্তাহ ও আয়কর দিবস-২০১৬ সাফল্যমণ্ডিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। এজন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’

 

তিনি বলেন, ‘এই ধারাবাহিকতায় কর বিভাগের ৯৯ জনকে অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আশা করি, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আরো অধিক উৎসাহ, আগ্রহ ও আন্তরিকতার সঙ্গে রাজস্ব আদায়ের কাজে মনোনিবেশ করবেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৬/এম এ রহমান/ইভা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়