ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভুলে শরণার্থীশিবিরে বোমা হামলা, নিহত ৫০

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৯, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুলে শরণার্থীশিবিরে বোমা হামলা, নিহত ৫০

নাইজেরিয়ার রান এলাকায় বিমান হামলায় বিধ্বস্ত শরণার্থীশিবির

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভুল করে একটি শরণার্থীশিবিরে বোমা হামলায় বেশ কিছু মানুষ নিহত হয়েছে। তবে মানবাধিকারকর্মীদের দাবি, নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন এবং আহত হয়েছে প্রায় ১২০ জন।

বোর্নো রাজ্যের উত্তরে রান নামক এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেখানে ত্রাণকর্মীরা বেসামরিক লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছিলেন। বোর্নো রাজ্যে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের আধিপত্য রয়েছে।

আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বোকো হারামের বিরুদ্ধে তাদের একটি যুদ্ধবিমান অভিযান চালানোর সময় ভুল করে শরণার্থীশিবিরে বোমা ফেলে। এতে বেশ কয়েকজন শরণার্থী ও ত্রাণকর্মী নিহত হয়েছেন।

কিন্তু ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন এবং আহত হয়েছে ১২০ জন। শরণার্থীশিবিরে যখন বোমা ফেলা হয়, তখন সেখানে এমএসএফ ও রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) কাজ করছিল।

এক টুইটার বার্তায় আইসিআরসি জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন এবং আহতদের মধ্যে ১২ জন নাইজেরিয়া রেডক্রসের হয়ে কাজ করছিলেন। বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির একটি সামরিক সূত্র জানিয়েছে, হতাহতের সংখ্যা অনেক। একটি যুদ্ধবিমান ভুল লক্ষ্যে আঘাত করেছে।

নাইজেরিয়ার সামরিক কমান্ডার লাকি ইরাবর বলেন, দুর্ঘটনাজনিত বোমা হামলায় কিছু বেসামরিক লোক নিহত হয়েছে এবং কিছু ত্রাণকর্মীরা আহত হয়েছে। তাদের মধ্যে এমএসএফ ও আইসিআরসির হয়ে কাজ করা কয়েকজন নাইজেরীয় রয়েছেন। দুজন সেনার আহত হওয়ার কথা বলেছেন তিনি। তবে হতাহতের সংখ্যা উল্লেখ করেনি।

কমান্ডার ইরাবর এ ঘটনা তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়