ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাজিরা শেষে জেএমবির ৭ সদস্য কারাগারে

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাজিরা শেষে জেএমবির ৭ সদস্য কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি : আদালতে হাজিরা শেষে সিরাজগঞ্জে জেএমবির ৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান জেএমবি সদস্যদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

তারা হলেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সুলতান মাহমুদ (২২), সোয়াইব হোসেন বাবু (১৯), মাহমুদুল হাসান (২২), মোতালেব হোসেন (২৪) মারুফ ফয়সাল (২২), হযরত আলী (৩৩) ও আমজাদ হোসেন (৩০)।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ অক্টোবর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের দুই পুত্র জেএমবির সদস্য ওমর ফারুক ও ইদ্রিস আলীকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, মোবাইল ফোন, প্রশিক্ষণ কাজে ব্যবহৃত ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১৫ ফেব্রুয়ারি ২০১৭/অদিত্য রাসেল/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়