ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট চলছে

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট চলছে

ঠাকুরগাঁও টার্মিনালে পার্কিং করে রাখা বাস

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সব রুটে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

ঠাকুরগাঁওয়ে ট্রাক থেকে টোল আদায়কে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ও মোটর মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে এ ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি।

প্রসঙ্গত, চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটর মালিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। আগে ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে থেকে যে চাঁদা আদায় করা হতো, সেই টাকা ট্রাক শ্রমিক, মোটর শ্রমিক ও মোটর মালিক ভাগাভাগি করে নিত। সম্প্রতি ট্রাক শ্রমিকদের চাঁদার টাকা কম দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে ট্রাক শ্রমিক ইউনিয়ন আলাদাভাবে শহরের জগন্নাথপুর এলাকায় ট্রাকের চাঁদা আদায় শুরু করে। বুধবার সন্ধ্যা ৬টায় মোটর মালিক সমিতি বাস টার্মিনালের সামনে আবার চাঁদা আদায় শুরু করলে ট্রাক শ্রমিকরা মোটর মালিক সমিতির চাঁদা আদায়ের ঘর ভেঙে দেয়।




রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৬ ফেব্রুয়ারি ২০১৭/তানভীর হাসান তানু/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়