ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিষমুক্ত মৌসুমী ফলের দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিষমুক্ত মৌসুমী ফলের দাবি

নিজস্ব প্রতিবেদক : বিষমুক্ত মৌসুমী ফলের নিশ্চয়তার দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে মৌসুমী ফলের উৎপাদনে ব্যাপকভাবে বিষের ব্যবহার পরিলক্ষিত হয়েছে। এতে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। ক্ষতিকর রাসায়নিক মেশানো ফল খেয়ে মানুষ পেটের পীড়া, শ্বাসকষ্ট, অ্যাজমা, গ্যাস্ট্রিক,লিভার নষ্ট হয়ে যাওয়া, ক্যানসারসহ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু এবং বয়স্করা।

তারা বলেন, রোগ এবং অকাল মৃত্যু থেকে জাতিকে রক্ষা করতে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য এখন থেকেই কঠোর আইন প্রণয়ন ও সামাজিক আন্দোলন শুরু করা দরকার। আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে হবে।

মানববন্ধনের আয়োজন করে- পরিবেশ আন্দোলন মঞ্চ, সচেতন নগরবাসী, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, সুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা, জনস্বার্থ ফাউন্ডেশন, স্বপ্নের সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা, অরুণোদয়ের তরুণ দল।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়