ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২০ বছর পর চট্টগ্রাম নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ১১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০ বছর পর চট্টগ্রাম নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির ২৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম মহানগর বিএনপির এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। এর মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হল।

এবারের কমিটিতে যুক্ত হয়েছেন নবীন প্রবীণ অনেকে। বিশাল এই কমিটি স্থান পেয়ে অনেকে খুশি আবার কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে অকেকেই হতাশ হয়েছেন।

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের সত্যতা রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিদের নাম নিচে দেওয়া হলো-

 

সভাপতি ডা. শাহাদাত হোসেন
সহ-সভাপতি : আবু সুফিয়ান, আলহাজ এম,এ, আজিজ, মো. মিঞা ভোলা, এস.এ সবুর, কাউন্সিলার শামসুল আলম, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, মো. আলী, সৈয়দ আযম উদ্দিন, এস.কে খোদা তোতন, জয়নাল আবেদীন জিয়া, নাজিমুর রহমান, মো. আলী-(প্রাক্তন ছাত্রদল), সবুক্তগীন সিদ্দীকী মক্কী, জামাল আহাম্মেদ, মোর্শেদ কাদেরী, আশরাফ চৌধুরী, এম.এ হালিম, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, ছৈয়দ আহাম্মেদ, সোহরাব কোম্পানী, কমিশনার মাহবুবুল আলম, কমিশনার নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, নিয়াজ মো. খান, কামাল উদ্দিন কন্ট্রাক্টর, অধ্যাপক নুরুল আলম (রাজু), ইকবাল চৌধুরী, অ্যাডভোকেট আবদুস সাত্তার সারোয়ার ও এস.এম আবুল ফয়েজ।

সাধারণ সম্পাদক : আবুল হাসেম বক্কর
যুগ্ম সম্পাদক এস.এম. সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, এসকান্দার মির্জা, আর.ইউ.চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আবুল মান্নান, আহামেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, মো. আবুল হাশেম (কমিশনার), মঞ্জুরুল আলম মঞ্জু (৭ নং ওয়ার্ড), আনোয়ার হোসেন লীপু ও গাজী মো. সিরাজ উল্লাহ।

কোষাধ্যক্ষ সৈয়দ সিহাব উদ্দিন আলম, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) বাবু টিংকু দাশ, সাংগঠনিক সম্পাদক মনজরুল আলম (মনজু), কামরুল ইসলাম, হাজী মো ও তৈয়ব (প্রাক্তন কমিশনার)।

সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন, শামসুল আলম ডক (বন্দর), খোরশেদ আলম (আন্দরবিল্লাহ), মো. সালাউদ্দিন (ডবলমুরিং), সামসুল আলম, জি.এম. আইয়ুব খান, এসএম.জি. আকবর, সাহেদ বক্স, ইসহাক চৌধুরী আলীম, মাহাবুবুল হক (২৪নং), মো. শাহ আলম (ব্যাটারী গলি), কমিশনার ইয়াছিন চৌধুরী আসু, আবু জহুর (১১ নং ওয়ার্ড), জহির আহম্মেদ (এনায়েত বাজার). জাহাঙ্গীর আলম (চাঁদগাঁও), হাজি বেলাল হোসেন, শহীদ মো. চৌধুরী ও ইব্রাহীম চৌধুরী (এনায়েত বাজার)।

প্রচার সম্পাদক সিহাব উদ্দিন (মোবিন), প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আলী মিঠু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার শাহাবুদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক রাহেলা জামান, যুব বিষয়ক সম্পাদক আব্বাস রশীদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাঈনুদ্দীন মো. শহীদ, শ্রম বিষয়ক সম্পাদক গাজী আইয়ুব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম পান্না, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম,আই চৌধুরী মামুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম,এ হামিদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নুরুল আকতার (বক্সিহাট), মানবিধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম (সাজ্জাদ), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. সারোয়ার আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, শিশু বিষয়ক সম্পাদক ডা. কামরুন নাহার দস্তগীর, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক মীর কাউসার এলাহী, ক্ষুদ্র ঋণ সমবায় বিষয়ক সম্পাদক নুরুল আকবর কাজল।

ক্রীড়া বিষয়ক সম্পাদক দিদারুল আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহীম বাচ্চু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন (৩৮ নং ওয়ার্ড), বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী (আন্দরকিল্লা), ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল নবী প্রিন্স, তাঁতী বিষয়ক সম্পাদক মো. আলী, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মো. বখতেয়ার (৬নং ওয়ার্ড), উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু বড়ুয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মশিউল আলম (স্বপন), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইসমাইল (৪০ নং), কৃষি বিষয়ক সম্পাদক মুজিবুল হক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইয়াকুব চৌধুরী, জলবায়ু বিষয়ক সম্পাদক নুরজ্জামান (৩৯নং), সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট পারভীন আকতার চৌধুরী, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আবদুল হাকিম কক্ট্রাক্টর ও শিল্প বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম (শহীদ)।

নগর উন্নয়ন বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন খালেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইউসুফ জামাল, হকার্স কল্যাণ সম্পাদক আবদুল বাতেন, সহ কোষাধ্যক্ষ এ.কে.খান ও নুরুল আলম চৌধুরী (বন্দর)। সহ সাংগঠনিক সম্পাদক এ.কে.এম পেয়ারু, ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল, সালাউদ্দিন কাউসার লাবু, ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন, আব্দুল হালিম স্বপন, ইকবাল হোসেন, মো. সেলিম (বন্দর) ও মো. রফিকুল ইসলাম।

সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, অধ্যক্ষ খোরশেদ আলম, সহ প্রচার সম্পাদক খোরশেদ আলম (কুতুবী) ও মো. শাহাজাহান।সহধর্ম বিষয়ক সম্পাদক রেহান উদ্দিন প্রধান, ইঞ্জিনিয়ার বিষ্ণু বড়ুয়া, অধ্যাপক রঞ্জিত বড়ুয়া, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলম, অ্যাডভোকেট নেজাম উদ্দিন খান ও অ্যাডভোকেট ইরফান। সহ মহিলা বিষয় সম্পাদক বেগম লুৎফুন্নেসা ও ডা. লুসী। সহ যুব সম্পাদক আজাদ বাঙ্গীলী ও ইসমাইল বাবুল।

সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফ মেহেদী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী (হাকিম), সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা, সহ পরিবেশ সম্পাদক সাবের আহমেদ, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শফিক আহম্মেদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নুর, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাসেম সওদাগর, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকীব উদ্দিন ভূঞা, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল মতিন, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়েজ আহম্মেদ, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মাঈনুল হোসেন, সহ মানবিধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান (তুহীন), সহ বাণিজ্য সম্পাদক ওয়াহিদুল আলম, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের (মেম্বার), সহ ক্রীড়া সম্পাদক মোস্তফিজুর রহমান (বুলু)।

সহ শিল্প বিষয়ক সম্পাদক নুর আহম্মেদ (পিন্টু), সহ ত্রাণ ও পূর্নবাসন ইউসুফ আলী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শকির, সহ প্রকাশনা সম্পাদক আবদুল হাই, সহ আপ্যয়ন বিষয়ক সম্পাদক মো. আবদুল আজিজ, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মান্নান চৌধুরী, সহ কৃষি বিষয়ক সম্পাদক মো. আবু তাহের, সহ বাণিজ্য সম্পাদক হাসান লিটন, সহ জলবায়ু সম্পাদক ড. ফরিদ আহম্মেদ, সহ সংস্কৃতিক সম্পাদক আলী আজম ও সহ গ্রাম সরকার সম্পাদক সালাউদ্দিন (লাতু)।

সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মজুর মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, মৌ মো. নাসির উদ্দিন, ছৈয়দ ওয়াহিদুল আলম, বেগম রোজী কবির, আসলাম চৌধুরী, মাহবুবের রহমান (শামীম), এ.এম. নাজিম উদ্দিন, এম. শামসুল আলম ও আনোয়ার হোসেন।

সদস্য শেখ নুরউল্লাহ বাহার, আলহাজ্ব নাসির উদ্দিন, কাউন্সিলর এস,এম, ইকবাল হোসেন, অ্যাডভোকেট তারিফ আহম্মেদ, শামসুল হক, মোশারেফ হোসেন দীপ্তি, কামাল পাশা নিজামী, বেলায়েত হোসেন বুলু, কমিশনার আবদুর রহীম, কমিশনার এম এ মালেক, হাজী মো. ইউসুফ, হাজী মো. নাজের, আলহাজ্ব মো. হোসেন, এমএ. সবুর, আব্দুল হাসেম, রফিকুল ইসলাম (মিনু), রফিকুল ইসলাম সর্দার, হাজী মো. হোসেন, আবুল কালাম (আবু), আলহাজ্ব মো. ছৈয়দ, আজিজুল রহমান (বাবুল), এম এ সবুর (গোসাইলডাঙ্গা), ফরিদুল হক লিটন (১৭নং), দিদারুল আলম স্বপন, মো. মহিউদ্দিন (১০ নং), হামিদুর রহমান (৩১ নং), আইয়ুব খান (১০ নং), মো. ইউসুফ (৯ নং), গিয়াস উদ্দিন বাবলু (১৫ নং), রফিকুল ইসলাম (খোকন), আবদুল হালিম (লোহানী), মো. নাসির (৩৬নং), আবু মুসা, জসিম উদ্দিন।

মো. মহসিন আলী চৌধুরী (হালিশহর), আবুল কালাম আজাদ (সেলিম), আবদুর রহিম (৩ নং), খোরশেদ আলম (৩১ নং), খালেদ সাইফুল্লাহ, মো. ইয়াসিন, নসরুল্লাহ চৌধুরী, নুরুল আলম, মো. ইসহাক (৩ নং), মো. আলমগীর (এনায়েতবাজার), মাহাবুব রানা, মো. রোমেল, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন (রাজু),মনোয়ারা বেগম মনি, মীর কাউসার (বাবু), ফাতেমা বাদশা, জেলী চৌধুরী, জেসমীনা খানম, সখিনা বেগম, আঁখি সুলতানা, রিজিয়া বেগম (মুন্নী), তাহমিনা আকতার (মিনা), মো. আবু সালেহ, অ্যাডভোকেট ফিরোজ, শফিক আহম্মেদ (চকবাজার), আবদুস সাত্তার (পতেঙ্গা), মো. জসিম উদ্দিন (৪নং ওয়ার্ড), মো. হাসেম (২৩ নং ওয়ার্ড), বুলবুল (২৪ নং ওয়ার্ড), ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, মো. রাসেল (৪ নং ওয়ার্ড), মো. আতিক।

মালেক ফারুকী, জমির আহম্মেদ, ইউসুফ শিকদার, দিদারুর রহমান সুমন (১২নং), শামসুল আলম (২৩ নং ওয়ার্ড), মো. ইউসুফ (১৮ নং ওয়ার্ড), আলী ইউসুফ (১৮ নং ওয়ার্ড), মো. জাকির হোসেন (৮ নং ওয়ার্ড), আলী ফজল, জাহাঙ্গীর আলম, আশারাফ উজ্ঝামান স্বপন, আক্তার হোসেন মনজু, হাজী জাকের হোসেন, মনজু কাদের মিন্টু, কমিশনার আরজু সাহাবউদ্দিন, আব্দুল করিম ভুট্রো, মো. শাজাহান (১৭নং), সাধুমিয়া (৩নং), নুরুল আবছার তৌহিদ, মো. ইদ্রিস মিয়া (কালুরঘাট), অ্যাডভোকে ইরফান, এম.এ হামিদ, এস.এম সালাউদ্দিন (জামাল খান), আবু মোহাম্মাদ হোসেন, সদস্য নুর উদ্দিন নুরু, শাহেদা বেগম, বশির উদ্দিন, মো. তাসলিম, রাশেদ চৌধুরী, মো. রফিক (৪১ নং ওয়ার্ড), মাহাবুব এলাহী (৩৯ নং ওয়ার্ড), জমির আহম্মেদ, নবী সওদাগর (আলকরন), হাজী এবাদুর রহমান (৩৮ নং ওয়ার্ড), আলহাজ্ব নুরুল আমিন (৩৬ নং ওয়ার্ড), মো. ইলিয়াস (৪১ নং ওয়ার্ড), লুৎফর (২৪ নং ওয়ার্ড), আব্দুল মাবুদ (২৭ নং ওয়ার্ড), এ্যাডভোকেট হাসান (৩৮ নং ওয়ার্ড), সুজা চৌধুরী (৩৮ নং ওয়ার্ড), অ্যাডভোকেট এফ.এ সেলিম ও মো. আলী।

উপদেষ্টামণ্ডলীর সদস্য : অ্যাডভাকেট দেলোয়ার হোসেন, শাহজাদা এনায়েত উল্লাহ খান, এমএ শুক্কর, আলহাজ্ব ওমর ফারুক, আবুল হোসেন, ডা. গোলাম মর্তুজা হারুন, ইঞ্জিনিয়ারি আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার জানে আলম (সেলিম), হাজী আবুল হাসেম চৌধুরী, অধ্যাপক নসরুল কাদির, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর সিদ্দিক আহম্মেদ চৌধুরী, অধ্যাপক আবুল কালাম আজাদ, অ্যাডভাকেট আব্দুস সাত্তার সারোয়ার ও মো. হাসান চৌধুরী।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ জুলাই ২০১৭/রেজাউল করিম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়