ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানের আইএস প্রধান নিহত

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ১৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানের আইএস প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ইসলামিক স্টেটের আঞ্চলিক সদরদপ্তরে অভিযানের সময় সেখানকার আইএস প্রধান আবু সাইদ নিহত হয়েছে।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ১১ জুলাই ওই অভিযানে আফগান আইএস প্রধানসহ আরো কয়েকজন সদস্য নিহত হয়েছে।

আফগানিস্তানে আইসের প্রসারের পরিকল্পনা ব্যাহত করতেই এ অভিযান চালানো হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।

গত এপ্রিলে সামরিক অভিযানে আবদুল হাসিবের মৃত্যুর পর আবু সাইদকে আফগানিস্তানের প্রধানের দায়িত্ব দেওয়া হয় বলে পেন্টাগন জানায়।

তবে আইএসের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।

পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট জানান, ২০১৬ সালে ড্রোন হামলায় আইএস নেতা হাফিজ সাইদ খান এবং চলতি বছরের শুরুর দিকে আবদুল হাসিবের মৃত্যুর পর আবু সাইদকে ওই এলাকার আইএস প্রধান হিসেবে মনোনীত করা হয়েছিল।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৭/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়