ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুলতান সুলতানের কোচ হলেন মুডি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৪, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুলতান সুলতানের কোচ হলেন মুডি

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানের প্রধান কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি। করাচিতে মুলতান সুলতানের লোগো উন্মোচন অনুষ্ঠানে দলটির পরিচালক ওয়াসিম আকরাম এ ঘোষণা দেন।

টম মুডির কোচ হওয়া নিয়ে ওয়াসিম বলেন, ‘কোচিংয়ে দারুণ অভিজ্ঞতা রয়েছে টম মুডির। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে তার অভিজ্ঞতা অসাধারণ। তার উপস্থিতি মুলতানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

অস্ট্রেলিয়ার হয়ে ৮টি টেস্ট ও ৭৬টি ওয়ানডে খেলেছেন টম মুডি। এরপর শ্রীলঙ্কা জাতীয় দলকে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত কোচিং করিয়েছেন তিনি। আইপিএলে মুস্তাফিজ-ওয়ার্নারদের দল সানরাইজার্স হায়দরাবাদকেও কোচিং করিয়েছেন অস্ট্রেলিয়ান এ কোচ। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সকেও কোচিং করিয়েছেন মেধাবী এ কোচ।
পাকিস্তান প্রিমিয়ার লিগে কোচিং করানোর সুযোগ পেয়ে বেশ উত্তেজিত মুডি। ওয়াসিম আকরামের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন বলে জানান ৫১ বছর বয়সি এ কোচ। এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় মুডি জানান, ‘আগামী বছর পিএসএলে মুলতান সুলতানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি অপেক্ষায় রয়েছি। প্রাক্তন সতীর্থ ওয়াসিম আকরাম এবং স্থানীয় প্রতিভাবান তরুণদের নিয়ে আমি সাফল্যের জন্য কাজ করতে চাই।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়