ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গিলেস্পির ৭ বলে ৫ উইকেট!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২১, ১০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গিলেস্পির ৭ বলে ৫ উইকেট!

উইকেট শিকারের পর জেসন গিলেস্পি

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড হোয়াইটওয়াশ হয়েছে ৫-০ ব্যবধানে। অস্ট্রেলিয়ায় এবারের অ্যাশেজের ফল কী হবে, সেটা সময়ই বলে দেবে। আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে টেস্ট ক্রিকেটের অভিজাত দুই দল।

অ্যাশেজে সাফল্য, ব্যর্থতা, ব্যতিক্রমধর্মী ঘটনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে রাইজিংবিডি ডটকম। আজ দ্বিতীয় পর্বে থাকছে, গিলেস্পির ৭ বলে ৫ উইকেট!

১৯৯৮ অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট, পার্থে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জেসন গিলেস্পি নিজের ১৫তম ওভারের শেষ চার বলে নেন ৩ উইকেট। ওভারের তৃতীয় বলে ডমিনিক কর্ককে ফেরানোর পর শেষ দুই বলে আউট করেন অ্যালেক্স টুডোর ও ড্যারেন গফকে। অস্ট্রেলিয়ান পেসার নিজের পরের ওভারের দ্বিতীয় বলে অ্যালান মুলালিকে ফিরিয়ে গুটিয়ে দেন ইংল্যান্ডকে।

গিলেস্পি আবার অ্যাশেজ টেস্ট খেলতে নামেন ২০০১ সালে, এজবাস্টনে। সিরিজের প্রথম টেস্টে গিলেস্পি ইনিংসে তার প্রথম বলেই ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিককে শেন ওয়ার্নের ক্যাচ বানিয়ে বিদায় করেন।

আগের অ্যাশেজে তিনি তার শেষ ছয় বলের মধ্যে নিয়েছিলেন ৪ উইকেট। এবার প্রথম বলেই নিলেন উইকেট। অ্যাশেজে গিলেস্পির সাত বলে ৫ উইকেট হলো তো?

অ্যাশেজের দুই ‘কিং পেয়ার



রাইজিংবিডি/ঢাকা/১০ নভেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়