ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জামালপুরে ৬ষ্ঠ হুমায়ূন উৎসব সোমবার

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৬, ১১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামালপুরে ৬ষ্ঠ হুমায়ূন উৎসব সোমবার

নিজস্ব প্রতিবেদক : আগামী সোমবার জামালপুরে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ হুমায়ূন উৎসব। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করেছে হুমায়ূন উৎসব উদযাপন পরিষদ জামালপুর।

উৎসবের সদস্য সচিব মাশরুর আবরার ফারুকী জানান, ওইদিন সকাল ৯টায় আনন্দ পদযাত্রা, দিনব্যাপী বইমেলা, বেলা ১১টায় চলচ্চিত্র প্রদর্শনী, দুপুর ৩টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল ৪টায় হুমায়ূন আহমেদ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা পৌনে ৬টায় র‌্যাফেল ড্র, সোয়া ৬টায় কেক কেটে জন্মদিন উদযাপন ও সাড়ে ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর  জেলা প্রশাসক আহমেদ কবীর। উদ্বোধন করবেন কবি মুহাম্মদ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী, সহকারী অধ্যাপক স্বরূপ কাহালী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস।



রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়