ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০২, ৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

সোমবার সকালে মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই বিকেল ৩টা থেকে তারা নগরীতে মাইকিং, শোভাযাত্রা করে প্রচার কাজ শুরু করেছেন। জাতীয় পার্টির বিদ্রোহী মেয়র প্রার্থী দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার পেয়েছেন হাতি প্রতীক। এই প্রতীক পাওয়ার পর জাপার নির্বাচনী দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিল।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগের  সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল, বিএনপির কাওসার জামান বাবলা ধানের শীষ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা হাতপাখা, বাসদের আবদুল কুদ্দুস মই, এনপিপির সেলিম আক্তার আম ও জাপার বিদ্রোহী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন হাতি প্রতীক।

কাউন্সিলর পদে ২১১ জন প্রার্থী পেয়েছেন ঘুড়ি, এয়ার কন্ডিশন, কুমড়া, লাটিম, ঠেলাগাড়ী, রেডিও, টিফিন ক্যারিয়ার, ঝুড়ি, কাটা চামুচ, করাতসহ ১২টি প্রতীক। সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীরা পেয়েছেন ১০টি প্রতীক।

সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর পরে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা নগরীতে শোভাযাত্রা নিয়ে প্রচার চালাতে শুরু করেন। অনেকে মাইকিং করে প্রচার করেন। অনেকেই পোস্টার ছাপিয়ে নগরীর বিভিন্নস্থানে টাঙিয়ে দিয়েছেন। নির্বাচনী প্রচারে মুখর নগরী। এই প্রচার কাজ চলবে ভোটের ৭২ ঘণ্টা আগ পর্যন্ত। আগামী ২১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, নির্বাচনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না।



রাইজিংবিডি/রংপুর/৪ ডিসেম্বর ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়