ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিশ্বকাপের এই তথ্যগুলো জানেন?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫০, ১৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের এই তথ্যগুলো জানেন?

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র ২৯ দিন পর পর্দা উঠছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ' খ্যাত এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৪ জুন। চলছে সেটারই ক্ষণগণনা। বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ কিছু তথ্য জানাতে এই আয়োজন। আজ থাকছে দ্বিতীয় পর্ব।

১১. ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছে ইতালি। এখন পর্যন্ত বিশ্বকাপ জেতা আট দলের মধ্যে তারাই একমাত্র রাশিয়ার টিকিট পায়নি।

১২. কোনো শিরোপা জেতা ছাড়া সবচেয়ে বেশিবার বিশ্বকাপের মূলপর্বে উঠেছে মেক্সিকো (১৬)।

১৩. একমাত্র সুইজারল্যান্ড কোনো গোল হজম করা ছাড়াই কোনো বিশ্বকাপ শেষ করতে পেরেছে। ২০০৬ বিশ্বকাপে একটি গোলও হজম করেনি তারা। শেষ ষোলোতে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল।  

১৪. বিশ্বকাপে ইংল্যান্ডের খেলা ৬২ ম্যাচের মধ্যে ১১টি গোলশূন্য স্কোরলাইনে শেষ হয়েছে, যা কোনো দলের সর্বোচ্চ। 

১৫. বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড পেয়েছে ব্রাজিলের খেলোয়াড়রা (১১)। আর্জেন্টিনা (১০) এবং উরুগুয়েও (৯) খুব একটা পিছিয়ে নেই।

১৬. বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোল হয়েছে ১৭১টি (১৯৯৮ ও ২০১৪)। আর সবচেয়ে কম ১৪৫ গোল হয়েছে ৬৪ ম্যাচে (২০১০)।

১৭. শেষ তিন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে জার্মানি (২০০৬ সালে ১৪টি, ২০১০ সালে ১৬টি, ২০১৪ সালে ১৮টি)।

১৮. বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল হয়েছে ১৯৫৪ সালের ২৬ জুন; সুইজারল্যান্ডকে ৭-৫ গোলে হারিয়েছিল অস্ট্রিয়া।

১৯. ইউরোপের একমাত্র দল হিসেবে জার্মানি সব বাছাইপর্ব পেরিয়েছে। যেখানে তাদের সর্বোচ্চ গোল পার্থক্য (+৩৯)।

২০. এই নিয়ে ১৫তম বারের মতো বিশ্বকাপে খেলবে ইংল্যান্ড। টানা ছয় আসরে তারা বাছাইপর্ব পেরিয়েছে, যেটি তাদের যৌথভাবে সর্বোচ্চ। ১৯৫০ থেকে ১৯৭০ পর্যন্ত টানা ছয় আসরে খেলেছিল তারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়