ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আরো ৬ জেলায় ভারতীয় ভিসা সেন্টার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরো ৬ জেলায় ভারতীয় ভিসা সেন্টার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি ভিসা প্রার্থীদের সুবিধার জন্য দেশের আরো ৬ জেলায় ভিসা সেন্টার খুলছে ভারত।

বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন ভিসা সেন্টার হচ্ছে ঠাকুরগাঁও, বগুড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে। এর মধ্যে ঠাকুরগাঁও ও বগুড়ায় ৬ জানুয়ারি চালু হচ্ছে ভিসা সেন্টার। বাকি চারটি চালু হবে ১২ জানুয়ারি।

হাইকমিশন সূত্র আরো জানায়, প্রতি বছর ১০ লাখের মতো বাংলাদেশি নানা প্রয়োজনে ভারত ভ্রমণ করেন। ভারতের ভিসার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন এই ভিসা সেন্টারগুলো চালু করা হচ্ছে।

এর আগে ভারত বিশ্বের সর্ববৃহৎ ভিসা সেন্টার চালু করে বাংলাদেশের ঢাকায়। এছাড়া, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় তাদের আরো আটটি ভিসা সেন্টার রয়েছে। নতুন ভিসা সেন্টারগুলো চালু হলে বাংলাদেশে ভারতের ভিসা সেন্টার হবে ১৫টি।



রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়