ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

এনবিআরে ই-সেবা ও তথ্যকেন্দ্র চালু

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এনবিআরে ই-সেবা ও তথ্যকেন্দ্র চালু

অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ই-সেবা ও তথ্যকেন্দ্র চালু করা হয়েছে।

রোববার বিকেলে এনবিআরের দ্বিতীয় তলার প্রবেশমুখে ওই কেন্দ্রটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইঁয়া।

এনবিআর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এর ফলে এনবিআর ডিজিটালাইজেশনের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে এনবিআরে ই-ফাইলিং চালু হবে। এর পাশাপাশি অংশীজন ও করদাতারা অনলাইনে দ্রুত তথ্যসেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এনবিআরের সদস্য কালিপদ হালদার (কর প্রশাসন ও মানবসম্পদ) ও খান মোহাম্মদ বিলালসহ (বোর্ড প্রশাসন) অন্য কর্মকর্তারা।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৯/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়