ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাহজালাল বিমানবন্দরে পূর্ণাঙ্গ গ্রিন ও রেড চ্যানেল উদ্বোধন

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালাল বিমানবন্দরে পূর্ণাঙ্গ গ্রিন ও রেড চ্যানেল উদ্বোধন

অর্থনৈতিক প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ গ্রিন ও রেড চ্যানেল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ উদ্বোধন করেন।

যাত্রী সেবার মান উন্নয়নে ডব্লিউসিও নীতিমালা অনুসরণে ওই গ্রিন ও রেড চ্যানেল চালু করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক উত্তম চর্চার অংশ হিসেবে যাত্রী সেবার মান উন্নয়নে ঢাকা কাস্টম হাউস এক ধাপ এগিয়ে গেল। যেসব যাত্রীর কাছে কোনো শুল্ক-করযুক্ত পণ্য থাকবে না তারা ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিয়ে গ্রিন চ্যানেল ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, শুল্ক-করযুক্ত পণ্য থাকলে রেড চ্যানেলে প্রবেশ করে প্রযোজ্য শুল্ক-কর পরিশোধ করে কাস্টমস হল ত্যাগ করবেন।

তিনি বলেন, এটি কার্যকর করার ফলে যাত্রীজট উল্লেখযোগ্যভাবে কমবে, যাত্রীদের ভোগান্তি হ্রাস পাবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়