ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

খালেদাকে মুক্তি না দিলে রাজপথ শূন্য থাকবে না : রিজভী

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৩০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদাকে মুক্তি না দিলে রাজপথ শূন্য থাকবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি না দিলে রাজপথ শূন্য ও আওয়াজহীন থাকবে না। দেশনেত্রীকে, গণতন্ত্রের মাতাকে মুক্তি দিন, নইলে রাজপথে আওয়াজ উঠবে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘তার ওপর চালানো হচ্ছে পরিকল্পিত নিষ্ঠুর নির্যাতন, যাতে তিনি বিনা চিকিৎসায় কারাগারে থেকেই দুনিয়া থেকে চলে যান। বিএসএমএমইউর প্রো-ভিসি, বিএমএর মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং আরো একজন বিশেষজ্ঞ চিকিৎসক একদিন আগে গণমাধ্যমকে বলেছেন, বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা খুবই খারাপ এবং খুবই উদ্বেগজনক। তারা সকলেই বেগম জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার সুপারিশ করেছেন। অথচ সরকার দেশনেত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।

বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা স্মরণ করে তিনি বলেন,   ‘আমি এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত ২৫ জনের প্রতি গভীর শোক ও তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে হতাহতদের পরিবারগুলোকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।’

সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী আরো বলেন, ‘এরা বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুর সঠিক সংখ্যাটিও প্রকাশ করে না। এরা ক্ষমতার মোহে এতটাই পাগল যে, মানুষের নিরাপত্তা দেওয়ার কথা বেমালুম ভুলে যায়। সুশাসন থাকলে এই অব্যবস্থাপনা চলত না।’

তিনি বলেন, ‘২২ তলা ভবনে আগুন নেভানোর সরঞ্জাম নেই। অথচ দেশ উন্নয়নের মহাসড়কে বলে চাপাবাজি চলছে সপ্তকণ্ঠে। আসলে দুর্নীতির মহাসড়কে এই সরকার হাঁটছে বলেই সাধারণ মানুষের এত লাশের স্তুপ।’

আগুন নেভাতে ও মানুষ উদ্ধারে সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘আধুনিক যন্ত্রপাতি ও দুর্ঘটনার সংবাদ পাওয়ার কোনো লেটেস্ট ডিভাইস নেই। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের দ্রুত পৌঁছানোর জন্য কোনো উন্নত মানের বিকল্প ব্যবস্থা নেই। আগুন নেভাতে উন্নত ও স্বয়ংক্রিয় মই পর্যন্ত নেই। সবই সেকেলে ও মান্ধাতার আমলের।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘সরকার দাবি করে, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশ জয় করেছে। অথচ সেই সরকারেরই মানুষ বাঁচানোর জন্য কোনো আগ্রহ নেই। দেশের জনগণ মনে করে, এই আগুনে পুড়ে মানুষগুলো মরার দায় শেখ হাসিনার সরকারের।’



রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৯/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়