ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক: রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বুধবার সন্ধ্যা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান করার কথা ঘোষণা করেন তারা।

এর আগে বুধবার সকালে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন শিক্ষক নেতারা। পরে সন্ধ্যায় এসে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা। বুধবার রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা প্রেসক্লাবের সামনে অবস্থান করছিলেন।

দাবি আদায়ে গত ৩০ মার্চ সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। একদিন বিরতি দিয়ে ফের ১ ও ২ এপ্রিল এক ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বুধবার সন্ধ্যায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।

সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। ২০১৮ সালের ১৬ জানুয়ারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণে প্রতিশ্রুতি দিয়েছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব।’ তিনি শিক্ষা সচিবের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

শিক্ষকদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো প্রাইমারির মত মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, কোড বিহীন মাদ্রাসাগুলোকে মাদ্রাসা বোর্ড কর্তৃক কোড নাম্বারের আওতায় নেওয়া, প্রাইমারির ন্যায় প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অফিস সহায়ক নিয়োগ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, প্রাইমারির মত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।



রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৯/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়