ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বুধবার শুরু হচ্ছে ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুধবার শুরু হচ্ছে ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের ব্যবস্থাপনায় ১১ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল ‘চতুর্থ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯’।

কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টিপাতে গলফ কোর্সে পানি জমে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। এই টুর্নামেন্টের নতুন দিন-তারিখ নির্ধারণ করেছে আর্মি গলফ ক্লাব। নতুন সূচি অনুযায়ী আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। যা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এবারের এই টুর্নামেন্ট পাঁচটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগোরিগুলো হল- লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার ও সিনিয়র। টুর্নামেন্টে সাত শতাধিক খেলোয়াড় অংশ নিতে যাচ্ছে। যার মধ্যে বিদেশিরাও রয়েছেন।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়