ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জাতীয় দলে ফিরছেন রোনালদো

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় দলে ফিরছেন রোনালদো

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় দলের জার্সিতে ফেরার অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের হয়ে নেশনস লিগের ফাইনালে খেলবেন সিআর সেভেন। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রীষ্মে নেশনস লিগের সেমিফাইনাল ও ফাইনাল ঘরের মাঠে আয়োজন করছে পর্তুগাল।

পর্তুগাল সমর্থকরা রোনালদোর অংশগ্রহণ নিয়ে উদ্বিগ্ন ছিল। তাদের ধারণা ছিল, ব্যস্তসূচী কাটানোর পর জাতীয় দলের জার্সিতে ফিরবেন না রোনালদো। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করলেন সিআরসেভেন। সান্তোস জানিয়েছেন, সেমিফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেই মাঠে ফিরবেন রোনালদো। ফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড। সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও হল্যান্ড।

ইউরো ২০২০ এর কোয়ালিফায়ার ম্যাচের পর আন্তর্জাতিক মঞ্চে ছুটিতে ছিলেন রোনালদো। নেশনস কাপের গ্রুপ পর্বের চার ম্যাচে খেলেননি পর্তুগালের অধিনায়ক। ইতালি, পোলান্ডের বিপক্ষেও ছিলেন না। ছুটি কাটিয়ে রোনালদো এখন মাঠে ফেরার অপেক্ষায়।

‘সি আর সেভেন আমাদের স্কোয়াডে থাকবে। আগামী ২৩ মে দল ঘোষণা করা হবে। গ্রুপ পর্বে কেন সে ছিল না আাগেই তা জানিয়ে দেওয়া হয়েছে।’ - বলেছেন সান্তোস।

জাতীয় দলের হয়ে ১৫৬ ম্যাচে ৮৫ গোল করেছেন রোনালদো।




রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়