ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সৌদি আরব যুদ্ধ চায় না’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সৌদি আরব যুদ্ধ চায় না’

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়াতে চায় বলে জানিয়েছে সৌদি আরব। তবে যে কোনো শক্তির মোকাবেলায় সৌদি প্রস্তত বলে রোববার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত উপকূলে চারটি তেলবাহী ট্যাংকারে গুপ্ত হামলা চালানো হয়। জাহাজগুলোর মধ্যে দুটি সৌদি মালিকানাধীন। এরপরই আরো দুটি সৌদি তেল পাম্পে ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের অভিযোগ, ইরান এ হামলার পেছনে মদদ দিচেছ। ইরান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

আদেল আল-জুবেইর বলেছেন, ‘সৌদি আরব এই অঞ্চলে কোনো যুদ্ধ চায় না কিংবা এর প্রত্যাশাও করে না।’

তিনি বলেন, ‘যুদ্ধ ঠেকাতে যা করার দরকার এই দেশ তা করবে। একই সময় অন্যপক্ষ যুদ্ধ বেছে নিলে সৌদি দৃঢ়তার সঙ্গে তার সব শক্তি প্রয়োগ করবে বলে পুর্নব্যক্ত করছে এবং সে নিজের প্রতিরক্ষা ও স্বার্থ রক্ষা করবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়