ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এসএ টিভির সিইওসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএ টিভির সিইওসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে মানহানিকর খবর পরিবেশন করার অভিযোগে দায়ের করা মামলায় এসএ টিভির সিইও সালাহউদ্দিন জাকিসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার বিকেলে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা এ আদেশ দেন। মামলার বাকি তিন আসামি হলেন এসএ টিভির চিফ রিপোর্টার বাদশা, স্টাফ রিপোর্টার সোহেল ও ফেসবুক আইডির একাউন্ট হোল্ডার সালাহ উদ্দিন তালুকদার। মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী হারুনুর রশীদের আইনজীবী ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন।

মামলা সূত্রে জানা গেছে, যুবলীগকর্মী রংপুর নগরীর মনোহর চওড়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশীদ মামলায় অভিযোগ করেছেন,  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ যোগ্য ও নিষ্ঠাবান সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রিপরিষদ গঠন করেছেন। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আসামিরা মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যদের সুনাম ক্ষুন্ন করার জন্য এসএ টেলিভিশনে জনৈক জহির মিয়াকে প্ররোচিত করে তার একটি উদ্দেশ্যমূলক ও মনগড়া সাক্ষাৎকার ধারণ করে তা সুকৌশলে জনৈক সালাহ উদ্দিন তালুকদারের ফেসবুক পেজে প্রচার করেন। ওই সাক্ষাৎকার এসএ টিভির ক্যামেরায় স্টাফ রিপোর্টার সোহেল কর্তৃক ঢাকা বিমান বন্দর রেলওয়ে স্টেশনে ধারণ করা হয়।

আসামি এসএ টিভির স্টাফ রিপোর্টার ফেসবুক পেজে দেয়া ভিডিওতে তার উপস্থাপনা ও বর্ণনায় মানহানিকর মিথ্যা অভিযোগ উত্থাপন করে প্রচার করেছেন। সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম উল্লেখ করে ৪০ বিঘা সম্পত্তি মন্ত্রী জবর দখল করে ভোগ করছে বলে উল্লেখ করা ছাড়াও বেশ কিছু আপত্তিকর মানহানিকর বক্তব্য প্রচার করা হয়।

এমন মিথ্যা মানহানিকর খবর প্রকাশের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে একশত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করেন। মামলার বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ওই দিন বিকেলে বিচারক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার পরবর্তী তারিখ ২২ জুলাই নির্ধারণ করা হয়েছে।




রাইজিংবিডি/রংপুর/২০ মে ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়