ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ পাঁচ দফা দাবি

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২০ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ পাঁচ দফা দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশনে শিক্ষকদের অন্তর্ভুক্ত, স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের পর্যাপ্ত অর্থ বরাদ্দ, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

বেসরকারি শিক্ষক কর্মচারীরা দেশের ৯৭ শতাংশ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘শিক্ষানীতি বাস্তবায়ন, শিক্ষার মানোন্নয়ন, ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে শিক্ষক সমাজের ভূমিকাই সবচেয়ে বেশি। এসব বিবেচনা করে বর্তমান শিক্ষা ও শিক্ষকবান্ধব সরকার আমাদের পাঁচ দফা দাবি মেনে নেবে বলে আমরা আশাবাদী।’

বক্তারা আরো বলেন, সরকার যদি বেসরকারি প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি ও আয় রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যায়, তাহলে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জন্য সরকারকে খুব বেশি বেগ পেতে হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক শাজাহান আলম সাজু, অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী, অধ্যক্ষ শাহাদাতৎ হোসেন রানা প্রমুখ।

 

 

 


রাইজিংবিডি /ঢাকা /২০ অক্টোবর ২০১৫/মিথুন/সাইফুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়