ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সোনমকে এক হাত নিলেন কঙ্গনা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনমকে এক হাত নিলেন কঙ্গনা

সোনাম কাপুর ও কঙ্গনা রাণৌত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। সম্প্রতি বিকাশ বহেলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন এ অভিনেত্রী। বলিউডে চলমান ‘হ্যাশট্যাগ মি টু’ অন্দোলনের ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে তার অভিজ্ঞতার কথা জানান কুইন খ্যাত এ অভিনেত্রী।

এদিকে কঙ্গনার এই বক্তব্যের পর অভিনেত্রী সোনম কাপুরের কাছে এর প্রতিক্রিয়া জানতে চাইলে বীরে ডি ওয়েডিং খ্যাত অভিনেত্রী এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় বিকাশ বহেল তার সঙ্গে কেমন আচরণ করেছেন তা বলেছেন কঙ্গনা। কঙ্গনা মানে কঙ্গনা রাণৌত। তিনি অনেক কিছুই বলেন এবং এগুলো গুরুত্বপূর্ণভাবে নেয়া কঠিন। তবে তার স্পষ্টবাদিতা আমার ভালো লাগে এবং তিনি যেটি বিশ্বাস করেন সেটিই বলেন।’

এদিকে তাকে গুরুত্বের সঙ্গে না নেয়ার ব্যাপারে সোনমের বক্তব্যে ভীষণ চটেছেন কঙ্গনা। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “কঙ্গনাকে বিশ্বাস করা কঠিন’ এর দ্বারা তিনি কী বোঝাতে চাইছেন? যখন আমি ‘মি টু’ অভিজ্ঞতা শেয়ার করছি, এর বিচার করার তিনি কে? সুতরাং কাকে বিশ্বাস করবেন, কাকে করবেন না সোনম কাপুরের সেই লাইসেন্স আছে?”

তিনি আরো বলেন, ‘ভালো বক্তা হিসেবে আমার পরিচিতি রয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সামিটে আমি দেশের প্রতিনিধিত্ব করেছি। এই সামিটগুলোতে আমাকে জ্ঞানী ও যুব সম্প্রদায়ের আদর্শ বলে অভিহিত করা হয়। আমি বাবার পরিচয়ে পরিচিত নই। আমি এক দশক ধরে সংগ্রামের পর এই অবস্থান ও মর্যাদা পেয়েছি।’ 

কঙ্গনা বলেন, ‘ভালো অভিনয়শিল্পী হিসেবে সোনম কাপুরের কোনো পরিচিতি নেই। বক্তা হিসেবেও তিনি ভালো নন। এসব ফিল্মি লোকজনকে আমাকে খোঁচা দেয়ার অধিকার কে দিয়েছে?’

অবশ্য কঙ্গনার এমন বক্তব্যের পর সোনম তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘নারীদের একসঙ্গে প্রতিবাদ করতে হবে। দায়িত্বহীন মিডিয়া আমার বক্তব্য বিকৃত করেছে এবং অন্য আরেক নারীর প্রতিক্রিয়া নিয়েছে। আমি শুধু বলতে চাই, তোমার ওপর আমার সহমর্মিতা ও ভালোবাসা রয়েছে। আমি যেখান থেকে এসেছি তার জন্য আমি গর্বিত এবং প্রত্যেক নারীর সেটিই হওয়া উচিৎ। চলুন সবাই একত্রিত হয়ে কথা বলি।’



রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়