ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীলঙ্কায় প্রথম দিন বাংলাদেশের যুবাদের

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় প্রথম দিন বাংলাদেশের যুবাদের

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে মাঠ নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোতে টস জিতে বাংলাদেশের অধিনায়ক তৌহিদ হৃদয় প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে সতীর্থরা। ৫৮ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশের যুবারা।

উদ্বোধনী জুটিতে ৫৪ রান তোলেন তানজিদ হাসান ও প্রান্তিক নওরোজ নাবিল। তানজিদ অবশ্য হাফ সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থেকে আউট হয়ে যান। এরপর ৯৩ রানের মাথায় মাহমুদুল হাসান জনি ফিরে যান। সেখান থেকে নাবিল ও তৌহিদ হৃদয় দলীয় সংগ্রহকে টেনে নেন ১৩৯ পর্যন্ত। এই রানে নওরোজ নাবিল ফিরে যান। যাওয়ার আগে ১১৪ বল খেলে ৩টি চারে ৪৫ রান করে যান।



এরপর তৌহিদ হৃদয় ও শামীম হোসেন অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন ইতিমধ্যে ৭০ রান তুলেছেন। হৃদয় ৯৮ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৫৪ রানে এবং শামীম ৬৪ বল খেলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ রানে অপরাজিত আছেন। তারা দুজন বুধবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়