ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্যারিসে হাতুড়ি নিয়ে হামলা, পুলিশের গুলি

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্যারিসে হাতুড়ি নিয়ে হামলা, পুলিশের গুলি

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্স পুলিশ জানিয়েছে, প্যারিসের ঐতিহ্যবাহী নটরডেম ক্যাথেড্রালের বাইরে এক হামলাকারীকে গুলি করেছে তারা।

পুলিশের দাবি, ওই হামলাকারী হাতুড়ি দিয়ে পুলিশের এক কর্মকর্তার ওপর হামলা চালায়। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, পুলিশের গুলি ওই হামলাকারীর বুকে বিদ্ধ হয়েছে।

গুলি ছোঁড়ার ঘটনায় দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর ক্যাথেড্রাল এলাকা দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। লোকজনকে এ এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৫ সালে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা বহাল রয়েছে।

এদিকে, ফ্রান্সের গণমাধমে বলা হয়েছে, নটরডেম ক্যাথেড্রালের পাশে প্যারিস পুলিশের সদর দপ্তরের কাছে কর্তব্যরত পুলিশের এক কর্মকর্তার ওপর হাতুড়ি নিয়ে হামলা চালায় ওই ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অঘটন এড়াতে পর্যটকরা দৌড়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করেন।

লন্ডন হামলায় সাতজন নিহত হওয়ার তিন দিন পর প্যারিসে এ ঘটনা ঘটল। এসব হামলায় ইউরোপজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়