ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গণহত্যা দিবস : ঐকমত্য চায় বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণহত্যা দিবস : ঐকমত্য চায় বিএনপি

এস কে রেজা পারভেজ : স্বাধীনতার ৪৬ বছরে এসে পাকিস্তানের নিমর্মতার সাক্ষী সেই ভয়াল রাত ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, আরো আগে এই উদ্যোগ নেওয়া উচিত ছিল।

তবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কোনো বিষয় নিয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগ নেই জানিয়ে দলটির নেতারা বলেছেন, এগুলোকে দলীয়ভাবে নিয়ে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। বরং সামগ্রিকভাবে যাতে দিনটি পালন করা যায়, সেজন্য সবার ঐকমত্য সৃষ্টির প্রয়োজন।

জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিকভাবেও দিবসটি পালনের জন্য ইতোমধ্যে জাতিসংঘে প্রস্তাবও পাঠানো হয়েছে। এখন থেকে প্রতি বছর বাংলাদেশে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

মুক্তিযুদ্ধের আন্দোলনকে থামিয়ে দিতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ভয়াল সেই কালো রাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।

পাকিস্তানের সেই ভয়াল রাতের বর্ণনা দিতে গিয়ে বিএনপি নেতা আহমদ আজম খান বলেন, ‘২৫ মার্চ নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানের সেনাবাহিনী ইতিহাসের যে বর্বর ও নৃশংসতম হত্যকাণ্ড চালিয়েছিল, তার মতো গণহত্যা আর একটিও নেই। এই হত্যকাণ্ড ঘটনা ভাষায় প্রকাশ করা যাবে না।’

দিবসটি ‘গণহত্যা দিবস’ পালনের জন্য জাতির মধ্যে কোনো বিভেদ নেই জানিয়ে রাইজিংবিডিকে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মতো বিষয়গুলো কোনো দলীয় বিষয় নয়। এগুলো সামগ্রিক অর্থে চিন্তা করতে হবে। কোনো দল যদি মনে করে এটা করে তারা বেনিফিসিয়ারি হবে এটা ভুল ধারণা। এখানে জাতীয় ঐকমত্য দরকার।’

আহমদ আজম খান বলেন, ‘সেদিন রাজারবাগ রাজধানীতে যে হত্যাকাণ্ড হয়েছিল তাতে পুরো জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল। মূলত সেখান থেকেই শুরু হয়েছিল  আমাদের প্রতিরোধ।’

বিএনপির এই নেতা বলেন, ‘স্বাধীনতা আমাদের জাতির গৌরবের বিষয়। সুতরাং মক্তিযুদ্ধের সবকিছুই আমাদের ঐক্যবদ্ধ অর্জন। এটিকে দলীয়করণ বা বিতর্ক সৃষ্টি করার সুযোগ নেই। হুট করে ঘোষণা দিয়ে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। পাকিস্তান শুধু একটি রাত্রি নয়, পুরো ৯ মাস জুড়েই গণহত্যা চালিয়েছিল।’

জাতিসংঘের জেনোসাইড কনভেনশন গৃহীত হয়েছিল ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর। এ কারণে ওই দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয় ২০১৫ সালে।

তবে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ পালনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এর প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বহির্বিশ্বে কূটনৈতিক তৎপরতা চালানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘জাতিসংঘে ৯ ডিসেম্বর গণহত্যা দিবস পালিত হয়ে আসছে। যেদিন দিবসটি পালিত হয় এর পেছনে কোনো ইতিহাস নেই। এটা পরিবর্তন করে ২৫ মার্চে আনতে আমাদের যে যুক্তি সেগুলো তুলে ধরা হবে।’

তবে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস পালনের এই উদ্যোগ আরো আগে নেওয়া উচিত ছিল জানিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘স্বাধীনতার এতো বছর পর কেন গণহত্যা দিবস পালন করা হচ্ছে? আরো আগে কেন জাতিসংঘে স্বীকৃতির জন্য আমরা এটি পাঠাতে পারলাম না। এজন্য আমি নিজেও লজ্জিত। এটি ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড।’

তিনি আশা প্রকাশ করেন, ২৫ মার্চ গণহত্যা দিবসের স্বীকৃতি দিয়ে জাতিসংঘ মানবতার প্রতি শ্রদ্ধা জানাবে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘২৫ মার্চকে আমরা এমনিতেই কালো দিবস হিসেবে পালন করে আসছি। ওই রাতে যেভাবে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, তা যেমন মানবতার চরম লঙ্ঘন তেমনি এর নিন্দা জানানোর ভাষা নেই। এর ওপর ভিত্তি করেই আমাদের স্বাধীনতা এসেছিল। এমনিতেই দিনটিতে গণহত্যা হয়েছিল বলেই আমরা কালো দিন হিসেবে পালন করে থাকি।’

তবে ২৫ মার্চ রাতের ওই গণহত্যা নিয়ে রাজনীতিতে আরো বিশ্লেষণ হওয়া উচিত বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘সেই রাতে নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তান সে বর্বরতম হামলা চালিয়েছিল এর মতো গর্হিত অপরাধ আর নেই। এটি নিয়ে আরো বিশ্লেষণ হওয়া উচিত। তবে এই দিবসটি পালনের আগে জাতীয় ঐকমত্য সৃষ্টি দরকার ছিল। তারপরও যেহেতু সরকার এই উদ্যোগ নিয়েছে সেটি যৌক্তিক। যতদিন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানানো হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়