ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২১ বছরে এই প্রথম...

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৫, ৬ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২১ বছরে এই প্রথম...

লা লিগায় প্রথম ১১ ম্যাচে অপরাজিত বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক : এবারের লা লিগায় প্রথম ১১ ম্যাচে অপরাজিত আছে বার্সেলোনা। এখন পর্যন্ত অপরাজিত আছে ভ্যালেন্সিয়া আর অ্যাটলেটিকো মাদ্রিদও। স্প্যানিশ লিগে প্রথম ১১ ম্যাচ শেষে তিন দলের অপরাজিত থাকার ঘটনা গত ২১ বছরে এটাই প্রথম।

আট জয় ও তিন ড্রয়ে কোনো মৌসুমে নিজেদের সেরা শুরুর রেকর্ড ছুঁয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো তৃতীয়বারের মতো প্রথম ১১ ম্যাচ অপরাজিত আছে।

প্রথম ১১ ম্যাচ শেষে তিন দলের অপরাজিত থাকার ঘটনা লা লিগার ইতিহাসে এটি তৃতীয়বার। আগের দুবার ১৯৮২-৮৩ ও ১৯৯৬-৯৭ মৌসুমে।

সর্বশেষ এমনটা ঘটেছিল  ১৯৯৬-৯৭ মৌসুমে। সেবার প্রথম ১১ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও দেপর্তিভো লা করুনা।

তখন রিয়াল ও দেপর্তিভোর চেয়ে দুই পয়েন্ট (২৭ পয়েন্ট) এগিয়ে থেকে শীর্ষে ছিল বার্সেলোনা। ১৪তম ম্যাচে গিয়ে প্রথমবার হারে বার্সেলোনা। অন্য দুই দল তখনো তাদের অপরাজিত যাত্রা ধরে রেখেছিল।

১৯৮২-৮৩ মৌসুমে প্রথম ১১ ম্যাচে অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ ও স্পোর্টিং গিজন। সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল রিয়াল। সোসিয়েদাদ ও স্পোর্টিংয়ের পয়েন্ট ছিল যথাক্রমে ১৫ ও ১৪।

১২তম ম্যাচে সোসিয়েদাদ হারলে তাদের অপরাজিত যাত্রাও থেমে যায়।

তথ্যসূত্র : মার্কা ডটকম।



রাইজিংবিডি/ঢাকা/৬ নভেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়