ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিরপুরের উইকেট ‘জঘন্য’!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরের উইকেট ‘জঘন্য’!

ক্রীড়া প্রতিবেদক : দশ দিনের বিরতি দিয়ে আজ আবারো ঢাকায় ফিরেছে বিপিএল। ঢাকার মিরপুরের যে উইকেটে সবশেষ বিপিএলের ম্যাচ হয়েছিল, সেখানে সর্বোচ্চ রান হয়েছিল ১৪২। দশ দিন সময় পেয়েও আজ উইকেটের বেহাল দশা, অনেকটাই অপ্রস্তুত! 

কুমিল্লার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রংপুর করতে পারল মাত্র ৯৭। এ রান তাড়া করতে গিয়ে কুমিল্লা মাত্র ৩ বল আগে নিশ্চিত করেছে জয়। আজ বল উচু-নিচু হচ্ছিল। এমনিতেই মিরপুরের উইকেট ধীরগতির। আজও তার ব্যক্তিক্রম হয়নি। বরং উইকেট হয়ে গিয়েছিল আরো স্লো। সাথে স্পিনাররা বাড়তি টার্ন পাওয়ায় ব্যাটসম্যানদের জন্য এটি ছিল অনেকটাই মরণফাঁদ! দুই দলের অধিনায়কই নতুন বল তুলে দেন স্পিনারদের হাতে।

ম্যাচ শেষে কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, ‘মিরপুরে সব সময়ের টি-টোয়েন্টি মিলিয়ে গড় মাত্র ১৪৮। টি-টোয়েন্টিতে এখন একটা মাঠের গড় ১৪৮ তো আশা করতে পারেন না। যদি গড় হয়েই থাকে ১৪৮- এটা তো একটা সমস্যা। এমন না যে এখানে আমরা ভালো উইকেট আগে প্রস্তুত করিনি। এক সময়ে কিন্তু এখানে ভালো উইকেট বানিয়েছি। ভালো উইকেট বানানোর সামর্থ্য আমাদের আছে। যে উইকেট বানায় তার সেই উইকেট বানানোর সামর্থ্য আছে। প্রত্যেকবার যে বিপিএল এলে উইকেটের কী হয়ে যায়, হিসাবটা আমি বুঝলাম না।’ 

‘এত দর্শক এসেছে আর দর্শক এসে যদি এরকম ৯৭ কিংবা ৯৭ রান তাড়া করতে গিয়ে শেষ ওভার পর্যন্ত খেলা পায়, তাহলে তারা বিরক্ত হবে। ৯৭, ১০০, ১১০ রান যদি বিপিএলের স্ট্যান্ডার্ড হয়ে যায়, তাহলে যারা দেখবে তারাও মজা পাবে না, আবার যারা খেলবে তারাও মজা পায় না। যদি এই মাঠের ইতিহাস থাকত এমনই- তাহলে বুঝতাম। কিন্তু এই মাঠের ইতিহাস তো এমন না। শুধু বিপিএল এলেই এমন হয়। গত বছরও প্রথম দিকে কয়েকটা উইকেট ভালো ছিল, তারপর আস্তে আস্তে খারাপের দিকে গেল। তার আগের বছর তো খুবই খারাপ ছিল’– বলেছেন তামিম।

‘সব সময় সে একটা অজুহাত দেয়; এখানে প্রচণ্ড পরিমাণে খেলা হয়। এখানে গত দশ দিন কোনো খেলা হয়নি। দশ দিন খেলা না হওয়ার পর এই উইকেট! এর উত্তর একমাত্র তিনিই দিতে পারবেন। তাকে এখানে ডেকে জিজ্ঞস করা উচিত’- মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভাকে নিয়ে বলেন তামিম।  

তামিমের মতে, বিপিএলের মান বাড়ানোর জন্য হলেও ভালো উইকেটে খেলা হওয়া জরুরী, ‘ক্রিকেট বোর্ড, আমরা খেলোয়াড়রা; সবাই চাই বিপিএল পরের ধাপে যাক। পরের ধাপে যাওয়ার জন্য উইকেটটা ঠিক থাকতে হবে। এমন জঘন্য উইকেটে যদি ক্রিকেট খেলা হয়...। কী কারণে ওরা এমন উইকেট প্রস্তুত করছে, আমার কোনো ধারণা নাই। ভালো উইকেট হলে কিন্তু টুর্নামেন্টের জন্য ভালো।’

ঢাকা বাদে এবার বিপিএল হয়েছে চট্টগ্রাম ও সিলেটে। এবারের বিপিএলের এখন পর্যন্ত পাঁচবার দলীয় রান দুইশ অতিক্রম করেছে। দুবার সিলেটে, দুবার চট্টগ্রামে এবং একবার ঢাকায়। ঢাকার উইকেট নিয়ে তামিম যেমন বিরক্ত, চট্টগ্রামের উইকেট নিয়ে ঠিক ততটাই উচ্ছ্বসিত, ‘খুবই বিস্মিত চট্টগ্রামের উইকেট দেখে। এত ভালো উইকেট, এত রানের উইকেট চট্টগ্রামে কখনো দেখিনি। চট্টগ্রামে আমি অনেক দিন থেকে খেলি, বাংলাদেশের হয়ে খেলি, কিন্তু চট্টগ্রামে এবার যে উইকেটে এবার খেলে এলাম; সেটাকে অসাধারণ টি-টোয়েন্টি উইকেট বলতে হবে।’ 

আর আউটফিল্ড? উইকেট নিয়ে ক্ষোভ ঝারলেও আউটফিল্ড নিয়ে তামিম একেবারেই হতাশ। চাপা কষ্ট নিয়ে বলতে দ্বিধা করেননি, ‘একটা সুন্দর আউটফিল্ডকে ইচ্ছা করে খারাপ বানিয়ে দেওয়া হলো! একবার আমাদের প্রধান নির্বাহী (নিজামউদ্দিন চৌধুরী সুজন) বলেছিলেন, সময় দিলে হয়তো এটা ভালো হয়ে যাবে। আশা করি, সময়ের সাথে এটা ভালো হয়ে যাবে।’ 

বল হাতে মেহেদী হাসান ২২ রানে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরারও নির্বাচিত হন তিনি। নিজের প্রথম ওভারেই মেহেদী ফিরিয়ে দেন ক্রিস গেইল ও জিয়াউর রহমানকে। পরবর্তীতে ব্রেন্ডন ম্যাককালাম ও নাহিদুল ইসলামের উইকেট নিয়ে ৪ উইকেট পকেটে পুরেন মেহেদী। তরুণ এ স্পিনারের বোলিং পারফরম্যান্সে তামিম বেশ উচ্ছ্বসিত। 

কুমিল্লার অধিনায়ক বলেছেন, ‘টুর্নামেন্টে যতগুলো ম্যাচ ও (মেহেদী) খেলেছে, ও খুব ভালো বোলিং করেছে। কিছু ম্যাচে উইকেট পেয়েছে, কিছু ম্যাচে উইকেট পায়নি। কিন্তু ভালো বোলিং করেছে। ওর বোলিংয়ের যে ধরন, আমার খুব পছন্দ। ও দলের জন্য বোলিং করছে। দলের জন্য যা দরকার ও সেভাবেই করছে। আমি খুব বেশি অবাক হইনি যে, আজকে ও ৪ উইকেট পেয়েছে। ওর যোগ্যতা, সামর্থ্য  রয়েছে। যদি সবাই মিলে যত্ন নিতে পারি ও আমাদের জন্য সম্পদে পরিণত হবে।’




রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়