ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ২

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশাল থানা এলাকার সিদ্দিক বাজারে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে মনির হোসেন (৪৫) ও মো. রনি (১১) দগ্ধ হয়েছেন।

শনিবার দুপুরে ওই কারখানায় বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন লাগলে তারা দগ্ধ হন। সেখান থেকে তাদের উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের  বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

দগ্ধ মনির কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের আজকাপাড়ার ইদ্রিস আলীর ছেলে। তিনি ওই কারখানায় জুতার কারিগর হিসেবে কাজ করতেন। অপর দগ্ধ রনি একই জেলার করিমগঞ্জের আসুদিয়া পাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি কারিগরদের সহকারী হিসেবে কাজ করতেন।

বার্ন ইউনিট সূত্র জানায়, দগ্ধদের মধ্যে রনির খাদ্যনালি পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের সহকর্মী মো. সবুজ ঢামেকে সাংবাদিকদের জানিয়েছেন, দুপুরে রনি মাল্টিপ্লাগ ছকেট লাগাতে গেলে বিদ্যুৎ স্পার্ক করে। তাৎক্ষণিক কারখানার ভেতরে আগুন লাগে। এতে তারা দগ্ধ হন।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন, দগ্ধদের মধ্যে মনিরের ২১ শতাংশ ও রনির ১৩ শতাংশ পুড়েছে। তবে রনির অবস্থা আশঙ্কাজক। কারণ তার খাদ্যনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত  হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়