ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাশরাফিকে নিয়ে ভুয়া প্রচারণা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফিকে নিয়ে ভুয়া প্রচারণা

অংশগ্রহণকারীদের সতর্ক করে দেওয়া মাশরাফির ফেসবুক পোস্ট

ক্রীড়া ডেস্ক : ‘‘ইউনিভার্সিটি অব সেলানগড় (UNISEL) বাংলাদেশ ক্যাম্পাসের উদ্যোগে রাইজ এবোভ অল (Rise Above All) এর 'মেগা পাবলিক স্পিকিং সেশন ইভেন্ট' আগামী ১২ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানটি সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।’’

এই ইভেন্টের প্রচারণায় দেখানো হয়েছে যে সেখানে অন্যান্যদের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও থাকবেন। কিন্তু মাশরাফি আজ মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন তার অনুমতি না নিয়েই এই প্রচারণা চালানো হচ্ছে। এই অনুষ্ঠান সম্পর্কে মাশরাফি বিন্দুমাত্র অবগত নন। পাশাপাশি যারা এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকারও আহব্বান করেছেন তিনি।

মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘কিছুদিন যাবৎ আমি দেখছি আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি অনুষ্ঠানের প্রচারণা চালানো হচ্ছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই অনুষ্ঠান সম্পর্কে আমি বিন্দুমাত্র অবগত নই এবং কোনভাবেই জড়িত নই। দুঃখজনক হলেও সত্যি আমার অনুমতি ছাড়াই ১২ তারিখের এই অনুষ্ঠানে আমার নাম এবং ছবির অপব্যবহার করা হচ্ছে। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক করা হলো। ধন্যবাদ।

Recently it came to my knowldege that my name and image has been used in a program. This has to be clarify to all of you that i am not at all aware of that program and they have been used my name and image without my permission. Those who are planing to participate on 12th January, 2018 are humbly requested to be aware of the issue. Thank you all.’

এই বিষয়ে জানতে ইভেন্ট আয়োজকদের ফোন নম্বরে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।



রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়