ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৮, ১২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেলসংলগ্ন ১৩/১ রুবি ভিলা নামের ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভেতরে থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এসময় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। ভবন থেকে ৬৫ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘ভবনের ভেতরে কয়েকজন জঙ্গি হতাহত হয়েছেন বলে আমরা ধারণা করছি। গোপন সংবাদের ভিত্তিতে ৬ তলা বাড়ির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি রয়েছে বলে আমরা জানতে পারি। মধ্য রাতে ওই বাড়িতে অভিযান চালাতে গেলে বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে জঙ্গিরা গুলিবর্ষণ করে ও গ্রেনেড ছুড়ে মারে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। এতে একাধিক জঙ্গি নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা ভেতরে যাইনি। ভেতরে ঢোকার পর বোঝা যাবে আদৌ কেউ হতাহত হয়েছে কিনা।’

তিনি বলেন, ‘ভবনের বাইরে বোমা ও গ্রেনেড এবং আইইডি পড়ে থাকতে দেখা গেছে। সেসব সরিয়ে নেওয়ার পর ভেতরে অভিযান চালানো হবে’

তিনি জানান, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৮/নূর/এসএন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়