ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজ্জাককে না খেলানোর বিশেষ কোনো কারণ নেই

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজ্জাককে না খেলানোর বিশেষ কোনো কারণ নেই

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: চার বছর পর আব্দুর রাজ্জাককে দলে নেওয়া হলেও চট্টগ্রাম টেস্টের জন্য বিবেচনা করা হয়নি।

অপ্রত্যাশিত ডাকে বিস্মিত হয়েছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু চট্টগ্রাম টেস্টে পানি টানার কাজ করছেন বাঁহাতি এ স্পিনার। তার পরিবর্তে অভিষেক হয়েছে অনভিজ্ঞ সানজামুল ইসলামের। ২৮ বছর বয়সি স্পিনার এখনও পাননি কোনো সাফল্য। ৩৭ ওভার বোলিং করে মেডেন নিয়েছেন মাত্র ২টি। ১২৮ রান দিয়েছেন ৩.৪৫ ইকোনমি রেটে।

আব্দুর রাজ্জাকের পরিবর্তে চট্টগ্রাম টেস্ট একাদশে সানজামুলকে রাখা নিয়ে অনেকেই চমকে গিয়েছিলেন। হুটহাট করে দলে ডেকে তাকে বসিয়ে রাখারও কোনো কারণ দেখছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ আজ জানালেন,‘ওকে না নেওয়ার বিশেষ কোনো কারণ নেই। অন্য কোনো কারণ নেই।’

‘রাজ্জাক ইন্টারন্যাশনাল ক্রিকেটার, কিন্তু আামাদের সাথে ছিল না দীর্ঘদিন। অনেক দিন জাতীয় সেট আপেই ছিল না। যদিও রাজ্জাকের অভিজ্ঞতা নিয়ে কারও কথা বলার কিছু নেই। আমাদের জন্য দারুণ অভিজ্ঞ ক্রিকেটার।’



‘আমাদের বিশ্বাস হয়ত সানজামুলের প্রতি বেশি ছিল। ও সেট আপে ছিল,ট্রেনিংয়ে ছিল জাতীয় দলের সঙ্গে। আমরা চিন্তা করেছি যে সানজামুল হয়ত এই কন্ডিশনে আমাদের বেশি কিছু দিতে পারবে। হয়ত এটার জন্যই। ’- যোগ করেন খালেদ মাহমুদ।

প্রশ্ন উঠছে হুটহুাট করে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচশ উইকেট পাওয়া ক্রিকেটারকে কেনই তাহলে দলে টানা হলো? খালেদ মাহমুদ বলেছেন,‘রাজ্জাককে নিয়েও অবশ্যই পরিকল্পনা ছিল। হঠাৎ করে নিয়ে আসা হয়নি। পরিকল্পনা করেই আনা হয়েছিল। তবে দল নির্বাচনে যখন আমরা বসেছি, অধিনায়ক ছিল, তখন আমরা চিন্তা করেছি রাজ্জাকে একটু সময় দেওয়া দরকার। আরেকটু কাজ করলে হয়ত ওর জন্য সহজ হবে।’

যতটুকু শোনা গেছে, ঢাকা টেস্ট দলে থাকবেন না আব্দুর রাজ্জাক। তাকে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের আগেই ছেড়ে দেওয়া হবে। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে খেলতে চলে যাবেন ৩৫ বছর বয়সি এ ক্রিকেটার।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ