ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হিগুয়াইনের হ্যাটট্রিকে জুভেন্টাসের বড় জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিগুয়াইনের হ্যাটট্রিকে জুভেন্টাসের বড় জয়

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনের হ্যাটট্রিকে সিরি ‘আ’তে বড় জয় পেয়েছে জুভেন্টাস। সাসুওলোকে ৭-০ গোলের বন্যায় ভাসিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।

রোববার ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই স্কোরলাইন ৪-০ করে ফেলে জুভেন্টাস। নবম মিনিটে গোল উৎসবের শুরুটা করেন অ্যালেক্স সান্দ্রো। ২৪ থেকে ২৭- চার মিনিটের মধ্যে দুই গোল করেন স্যামি খেদিরা। ৩৮ মিনিটে চতুর্থ গোলটা করেন মিরালেম পিজানিক।

২০০৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে কোনো লিগ ম্যাচের প্রথমার্ধে কমপক্ষে চার গোল করল জুভেন্টাস।

হিগুয়াইন হ্যাটট্রিকটা করেন দ্বিতীয়ার্ধে। ৬৩, ৭৪ ও ৮৩ মিনিটে নিজের গোল তিনটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তাতে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

২০১৪ সালের নভেম্বরের পর মতো প্রথমবার কোনো লিগ ম্যাচে সাত গোল করল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতল টানা ১০ ম্যাচ।

এই জয়ে নাপোলিকে টপকে আপাতত লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জুভেন্টাস। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নাপোলি রাতে বেনেভেন্তোর মাঠে জিতলেই আবার শীর্ষে ফিরবে।



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়