ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের এইচপি দলের ডিরেক্টর হলেন পাইবাস

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েস্ট ইন্ডিজের এইচপি দলের ডিরেক্টর হলেন পাইবাস

ক্রীড়া ডেস্ক : এক বছর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ডিরেক্টর ছিলেন রিচার্ড পাইবাস। সেটা ছেড়ে দিয়েছিলেন পরে। দায়িত্ব ছাড়ার এক বছরের মাথায় আবার ওয়েস্ট ইন্ডিজে গেলেন পাইবাস। এবার হলেন হাই পারফরম্যান্স দলের ডিরেক্টর। এখানে তিনি ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট কোর্টনি ব্রোউনি, জিমি অ্যাডামসদের সঙ্গে কাজ করবেন। তবে হাই পারফরম্যান্স দলের মানোন্নয়ন, ট্যালেন্ট খোঁজা ও তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করাই হবে তার প্রধান কাজ।

এক বার্তায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, ‘প্রশিক্ষণের মানোন্নয়ন, আঞ্চলিক দলগুলোর জন্য প্রশিক্ষণের আয়োজন ও অনূর্ধ্ব-১৯ দলের জন্য ট্যালেন্টদের খুঁজে বের করাটাও তার দায়িত্বের মধ্যে রয়েছে।’

হাই পারফরম্যান্স দলের ডিরেক্টর হিসেবে দুই বছরের জন্য চুক্তিবন্ধ হয়েছেন পাইবাস। দায়িত্ব গ্রহণের পর পাইবাস বলেন, ‘সম্প্রতি তৈরি করা নতুন একটি পদের মাধ্যমে আবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে যোগ দিতে পেরে আমি আনন্দিত। আমি জিমি অ্যাডামস ও অন্যান্যদের সঙ্গে ক্রিকেটের মানোন্নয়নে কাজ করব। আমার ফোকাস থাকবে হাই পারফরম্যান্স দলের উন্নয়নে। ট্যালেন্টদের খুঁজে বের করা ও তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে আমার প্রধান কাজ।’

বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর টাইগারদের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন পাইবাস। ঢাকায় এসে সাক্ষাৎকারও দিয়ে গেছেন তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়