ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণের দাবি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণের দাবি

নিজস্ব প্রতিবেদক : বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ পুনর্বাস্তবায়ন করে এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে ভাড়াটিয়া ঐক্য পরিষদ।

রোববার ভাড়াটিয়া ঐক্য পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে সভাপতি আশরাফ আলী হাওলাদার বলেন, ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়ন করে এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ করুন। কীভাবে বাড়ি ভাড়া দেবেন, কীভাবে বাড়ি ভাড়া নেবেন, আবাসিক এলাকায় কত টাকা ভাড়া, অনাবাসিক এলাকায় কত টাকা ভাড়া, বাণিজ্যিক এলাকায় কত টাকা ভাড়া তা নির্ধারণ না হলে ভাড়াটিয়াদের সমস্যার সমাধান হবে না।’

তিনি বলেন, ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করে কমিশন গঠন করে ভাড়াটিয়াকে চুক্তিপত্র দেওয়া বাধ্যতামূলক করুন। পাশাপাশি এলাকাভিত্তিক সরকার নির্ধারিত বাড়ি ভাড়া আইন কার্যকর করুন।’



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৮/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়