ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সীরাতের দিন-রাত

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৯, ২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীরাতের দিন-রাত

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সীরাত কাপুর। ছোটবেলা থেকেই অভিনয় ও নাচ-গানের প্রতি আকর্ষণ ছিল তার। ১২ বছর বয়স থেকেই ভারতীয় ক্ল্যাসিক গানের তালিম নেন তিনি। তবে শোবিজ অঙ্গনে পা রাখেন মডেলিংয়ের মাধ্যমে।

খুব বেশিদিন হয়নি অভিনয়ে পা রেখেছেন সীরাত। ইতোমধ্যে তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে কয়েকটি ব্যবসায়ীকভাবে সফলও হয়েছে। বর্তমানে তেলেগু ভাষার ‘টাচ চেসি ছুড়ু’ সিনেমোর কাজ নিয়ে রয়েছেন তিনি। এ অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার। 

 


ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সীরাত কাপুর

 


তিনি ভারতের বান্দ্রার আরডি ন্যাশনাল কলেজে গণ যোগাযোগ বিষয়ে স্নাতক পড়ছেন

 


২০১৪ সালে তেলেগু ভাষার ‘রান রাজা রান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সীরাত

 


সীরাত অভিনীত প্রথম এ চলচ্চিত্রটি ব্যবসায়ীকভাবে সফল হয়

 

  ২০১৫ সালে তেলেগু ভাষার ‘টাইগার’ ও ‘কলম্বাস’ সিনেমায় অভিনয় করেন তিনি
 

 

রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়